মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ
সচিব
ভূমি মন্ত্রণালয়
মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এর জীবন বৃত্তান্ত
মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ ১৯৬৪ সালে বাংলাদেশ এর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর তিনি সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় যোগদান করেন। তিনি প্রোগ্রামার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ বছরের জন্য কর্মরত ছিলেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১১ সালে জেলা প্রশাসক হিসেবে যশোহর জেলায় পদায়িত হোন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে যশোর-কে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেন। ২০১১ সালে তিনি ই-এশিয়া পদক প্রাপ্ত হোন। এছাড়া তিনি ২০১২ সালে শ্রেষ্ঠ জেলা প্রশাসক (মাঠ প্রশাসনে ই-সেবা বাস্তবায়নে অবদানের জন্য) এবং ২০১৩ সালে আবারও শ্রেষ্ঠ জেলা প্রশাসক (প্রাথমিক শিক্ষা এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পে অবদানের জন্য) হিসেবে ভূষিত হন। জনসেবায় অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে তিনি জনপ্রশাসন পদক লাভ করেন। তিনি বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। অতি সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ, সচিব, ভূমি মন্ত্রণালয়, কে ব্যক্তি শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০-এ ভূষিত করেছে৷
বর্তমানে তিনি সরকারের একজন সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত আছেন।